তীব্র দাবদহে পুড়বে কার্যত গোটা রাজ্য। অসহনীয় গরমের হাত থেকে এখনই রেহাই নেই। উল্টে আগামী ৪-৫ দিনে তাপমাত্রা আরও বাড়বে। সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দাবদাহের কারণে আগামী পাঁচ দিন রাজ্যবাসীকে বিশেষ ভাবে সতর্কও করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে আগামী ৫ দিনে রাজ্যের তাপমাত্রা প্রায় ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। ও পাঁচ দিন রাজ্যজুড়ে শুষ্ক হাওয়া বইবে। সেই কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। সোমবার তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরের কিছু কিছু জায়গায়। এদিকে আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরে লুই বইবে বলে জানানো হয়েছে। বুধবার থেকে শনিবার সতর্কতা জারি করা হয়েছে হাওড়া এবং হুগলিতে। সব মিলিয়ে জুনেও গরমের ঝোড়ো ইনিংসে কাত রাজ্যবাসী।
Comments are closed.