নবান্নের প্রস্তাবেই সায় রাজ্যপালের, রাজীব সিংহ হচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার 

অবশেষে কাটল জট। নবান্নের প্রস্তাবিত নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজীব সিংহই হচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার। গত ২৮ মে এই পদে মেয়াদ শেষ হয় সৌরভ দাসের। পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহের নাম রাজ্যপালের কাছে পাঠায় নবান্ন। অবশেষে রাজ্যের প্রস্তাবে সায় দিল রাজভবন। 

যদিও প্রথমে রাজীব সিংহের নামে অনুমোদন দেননি রাজ্যপাল। সে সময়ে রাজ্যের কাছে আরও কিছু নাম চেয়ে পাঠান তিনি। সূত্রের খবর, সেই মতো অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠায় নবান্ন। সেই নাম নিয়েও দীর্ঘ দিন টালবাহানা হয়। রাজভবনের তরফে তৃতীয় নাম চেয়ে পাঠানো হয়। যদিও তাতে রাজি হয়নি নবান্ন। অবশেষে বুধবার রাজীব সিংহের নামে সায় দেয় রাজভবন। 

মাস কয়েক পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহের নেতৃত্বে পঞ্চায়েত ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন। 

Comments are closed.