দীর্ঘ ছুটি শেষ হল। প্রায় দেড় মাস পর ১৫ জুন রাজ্যের সরকারি স্কুলগুলো খুলে যাচ্ছে। এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এবার জেলা শিক্ষা আধিকারিকরা প্রতিটি সরকারি স্কুল এবং সরকার অনুমোদিত স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ পাঠিয়েছে।
স্কুল খোলার আগে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের। সেই সঙ্গে স্কুল খোলার পর পরই যাতে পড়ুয়াদের জন্য মিড-ডে মিল শুরু করা যায়, তা নিয়েও স্কুলগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই জেলা শিক্ষা আধিকারিক মারফত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলোতে এই নির্দেশ পৌঁছে গিয়েছে। যেহেতু ১৫ জুন বৃহস্পতিবার থেকে স্কুল খুলছে, মনে করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে যাবে।
এবারে নির্দিষ্ট সময়ের আগেই গরমের ছুটি পড়ে গিয়েছিল। প্রবল দাবদাহের জেরে ২ মে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও কবে স্কুল খুলবে তা নিয়ে সে সময় কোনও কিছু জানা যায়নি। মাঝে স্কুল খোলার তোড়জোড় শুরু হলেও তাপপ্রবাহের সতর্কতার কারণে কয়েকদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। শেষমেশ ১৫ জুন রাজ্যের সমস্ত স্কুল খুলে যাচ্ছে।
Comments are closed.