মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করে রাজ্যবাসী নিজেদের অভাব অভিযোগ, দাবি দাওয়ার কথা জানাতে পারবে। ফোন করে সরাসরি কথা বলা যাবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধির সঙ্গে। কর্মসূচির নাম, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। আর তাতেই শুরুতেই অভূতপূর্ব সাফল্য মিলেছে বলে জানাচ্ছে নবান্ন। সূত্রের খবর, ‘সরাসরি মুখ্যমন্ত্রীতে’ প্রথম দু’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার ফোন কল এসেছে।
আগামী ৮ জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নতুন এই কর্মসূচির উদ্বোধন করেন। তারপর মাত্র দু’দিনেই ১২ হাজার ফোন কল এসেছে হেল্প লাইনে নাম্বারে। নবান্ন সূত্রে খবর , নানাবিধ দাবিদাওয়া, অভাব অভিযোগ নিয়ে ফোন করেছেন অসংখ্য মানুষ। তবে ১২ হাজার ফোন কলের মধ্যে সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প, এবং সরকারি হাসপাতালে ভর্তি সংক্রান্ত সাহায্য চেয়ে সবচেয়ে বেশি ফোন এসেছে। প্রশাসনিক মহলে দাবি, অভাব অভিযোগের কথা শোনার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই তারমধ্যে অনেক অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি প্রশাসনিক কর্তাদের।
উল্লেখ্য, এতদিন দিদিকে বলো, দিদির দূত-এর মতো তৃণমূলের দলের তরফে নানা কর্মসূচি করা হয়েছে। এবার প্রশাসনিক স্তরেও মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী।
Comments are closed.