খানিকটা স্বস্তির খবর! বিকেলের দিকে কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টি; আর যা জানাল হাওয়া অফিস 

গত কয়েক দিনের গুমোট গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। অদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দেরি আছে দক্ষিণবঙ্গে। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিকেলের দিকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। ফলে কয়েকদিনের তীব্র গরমের হাত থেকে ক্ষণিকের স্বস্তি মিলতে পারে। সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদীয়া সহ কয়েকটি জেলায় ঝড়ের গতিবেগ বাড়বে। ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবে।

তবে এর মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলো হল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এমন শহরের সর্বচ্চ তাপমাত্রা থাকার কথা, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Comments are closed.