পঞ্চায়েত ভোটের আর একমাসও বাকি নেই। ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। আসন্ন নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে ফের একবার এক মঞ্চে দেখা যাবে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি এবং দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। ভোটের মুখে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক ব্যানার্জি। শুক্রবার কাকদ্বীপে জনসংযোগ যাত্রা করবেন তিনি। এরপর একটি সভা করার কথা তাঁরা। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, জনসংযোগ যাত্রার শেষ দিন অভিষেক ব্যানার্জির সঙ্গে উপস্থিত থাকবেন তিনি। সেই মতো এদিন কাকদ্বীপে যৌথ সভা করবেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি।
এর আগেও দু’বার অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রায় মঞ্চে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মালদহের ইংরেজবাজারের সভা এবং পশ্চিম মেদিনীপুরের শালবনীতে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। পঞ্চায়েত ভোটের আবহে অভিষেক ব্যানার্জিকে পাশে নিয়ে তৃণমূলনেত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.