বহু প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। জেলায় জেলায় ভারী বৃষ্টির কারণে অনেক জায়গাতেই ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। এর মধ্যেই সিগন্যাল বিভ্রাটের কারণে আটকে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, সোমবার শিয়ালদহ বনগাঁ শাখা এবং শিয়ালদহ হাসনাবাদ শাখার মধ্যমগ্রাম স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে, যার জেরে ওই রুটে বিভিন্ন স্টেশনে আটকে একাধিক ট্রেন।
সপ্তাহের প্রথম দিন। গরমের ছুটি কাটিয়ে স্কুলও খুলে গিয়েছে। এর মধ্যে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় অফিস আসতেও বেগ পেতে হচ্ছে নিত্যযাত্রীদের। তার মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায়, চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছে নিত্যযাত্রীরা। যদিও রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ত্রুটি মেরামতের কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।
এদিকে শিয়ালদহ রুটে মাঝে মধ্যেই সিগন্যাল বিভ্রাটের মতো ঘটনা ঘটছে। যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। রেলের তরফে আশ্বাস দেওয়া সত্ত্বেও কিছু দিন অন্তর অন্তর এরকম ঘটনা ঘটায়, পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে নিত্যযাত্রীরা।
Comments are closed.