তিন দিনের আমেরিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী; রয়েছে ঠাসা কর্মসূচি 

মঙ্গলবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। একদল ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীকে মার্কিন মুলুকে স্বাগত জানাবে। 

তিন দিনের এই আমেরিকা সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত শীর্ষস্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। এরপর বুধবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দেবেন তিনি। 

এরপর বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। স্বাভাবিকভাবেই এই বৈঠকের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। জানা গিয়েছে, দুই দেশের প্রধানের মধ্যে বৈঠকে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং বিকাশে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। টেলিকম এবং মহাকাশ গবেষণা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। 

বৈঠক শেষে বৃহস্পতিবার আমেরিকা কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। তাঁর পর বাইডেন এবং তাঁর স্ত্রীর সঙ্গে রয়েছে নৈশভোজ। শুক্রবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।

Comments are closed.