শুরু হল বাহিনী মোতায়েন; প্রথম ধাপে ২২ জেলায় যাচ্ছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

হাইকোর্টের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। যার মধ্যে প্রথমে যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল, তা মোতায়েনের প্রক্রিয়া শুরু হল। ২২ জেলার জন্য মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রাজ্য পুলিশের এডিজি এদিন তালিকা প্রকাশ করে জানিয়েছেন, ২২ টি জেলায় বাহিনী মোতায়েনের কথা। যে জেলাগুলোতে বাহিনী মোতায়েন করা হচ্ছে সেগুলো হল,

আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর। 

এদিকে জানে গিয়েছে, কমিশনের চাওয়া ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৩৩৭ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রসঙ্গত হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে রাজ্যে। সেই মতো কেন্দ্রের কাছে নতুন করে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন।

Comments are closed.