চলতি বছরে সাহিত্যি অ্যাকাডেমি পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন রাজ্যের তিন লেখক। শিশু ও যুব বিভাগে পুরস্কার পাচ্ছেন তিন সাহিত্যিক। তিন জনের মধ্যে একজন কলকাতা থেকে এবং দুই জন জেলা থেকে।
জানা গিয়েছে, ‘এরোপ্লেনের খাতা’ উপন্যাসের জন্য শিশু সাহিত্য পুরস্কার পাচ্ছেন কলকাতার বাসিন্দা কবি ও লেখক শ্যামলকান্তি দাস। পাশাপাশি ‘মাঠরাখা’ উপন্যাসের জন্য যুব পুরস্কার পাচ্ছেন তরুণ লেখক হামিরুদ্দিন মিদ্দা। বাঁকুড়ায় থাকেন তিনি। এবং সাঁওতালি ভাষায় রচিত ‘দুসি’ গল্পগ্রন্থের জন্য যুব পুরস্কার পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের তরুণ লেখক বাপি টুডু।
উল্লেখ্য, লেখালেখির জগতে সাহিত্য একাডেমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ভারতের রাষ্ট্রভাষাগুলোতে লেখা সাহিত্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে আসছে।
Comments are closed.