ব্রিটিশ অ্যাকাডেমি বুক’ পুরস্কার পাচ্ছেন বাঙালি লেখিকা নন্দিনী দাস 

এ যেন বাঙালির বিশ্বজয়। একই সঙ্গে কলকাতারও গর্বের দিন। ২০২৩-এর ‘ব্রিটিশ অ্যাকাডেমি বুক’ পুরস্কার পাচ্ছেন প্রবাসী লেখিকা নন্দিনী দাস। ‘কোর্টিং ইন্ডিয়া-ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন্‌স অফ এম্পায়ার’ বইয়ের জন্য এই বিশেষ পুরস্কার পাচ্ছেন তিনি। 

পেশায় অধ্যাপক নন্দিনী বর্তমানে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের আধুনিক সাহিত্যের অধ্যাপিকা। তাঁর বেড়ে ওঠে কলকাতাতেই। স্কুলের পড়া শেষ করে ইংরেজি সাহিত্যে স্নাতকের জন্য ভর্তি  হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে থেকে এম.ফিল এবং পিএইচডি করেন। 

সপ্তদশ শতকে ভারতে পা রাখা প্রথম ইংরেজ দূত- স্যার থমাস রো-র চোখে দেখা মুঘল ভারতক নিয়েই ‘কোর্টিং ইন্ডিয়া-ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন্‌স অফ এম্পায়ার’ বইটা লিখেছেন তিনি। পাঠকদের পাশপাশি বইটি বিচারকদেরও মন জয় করে নিয়েছে। পুরস্কার মূল্য হিসেবে ২৫ হাজার পাউন্ড পবানে নন্দিনী দাস। 

Comments are closed.