হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে মান্যতা দিয়ে এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। ভোটের কাজে সিভিক পুলিশদের ব্যবহার করা যাবে না। মঙ্গলবার নির্বাচন কমিশন এই মর্মে নির্দেশ দিয়েছে বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং জেলাশাসকদের।
নির্দেশে বলা হয়েছে, ভোটের কাজে কোনও সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে না। সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র পুলিশকে সহযোগিতা করবে। এবং তা কীভাবে হবে, সে নিয়েও নির্দেশে বিস্তারিতভাবে বলা হয়েছে কমিশনের তরফে। সেই নির্দেশিকা অনুযায়ী কাজ হবে।
এদিকে পঞ্চায়েত ভোটের মুখে বাহিনী নিয়ে জট কিছুটা কাটছে। হাইকোর্টের নির্দেশ মেনে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। যার মধ্যে মঙ্গলবার ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তেমনটাই জানানো হয়েছে। এদিকে কোন কোন জেলায় কত বাহিনী মোতায়েন থাকবে তারও একটি স্পষ্ট রূপরেখা কমিশন তৈরি করে স্বরাষ্ট্রমমন্ত্রকে জানিয়েছে এদিনই। যার জেরে জেলায় জেলায় বাহিনী মোতায়েন এখন শুধু সময়ের অপেক্ষা।
Comments are closed.