রাজ্যের যুব সম্প্রদায় যাতে নিজেস্ব ব্যবসার মাধ্যমে উপার্জন করতে পারে, তার সুযোগ করে দিতে ‘ভবিষ্যৎ’ প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। আর সূচনা লগ্ন থেকেই বিপুল সাড়া ফেলল মুখ্যমন্ত্রীর মস্তিপ্রসূত এই প্রকল্প। নবান্ন সূত্রে খবর, ৩ মাসে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা পড়েছে ৭০ হাজার। এই ৭০ হাজার আবেদনের মধ্যে ইতিমধ্যেই ১৩ হাজার আবেদনের ক্ষেত্রে ঋণের অনুমোদন মিলেছে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেমন রাজ্যের পড়ুয়াদের উচ্চ্ শিক্ষার জন্য সাহায্য করছে। একই ভাবে কোনও যুবক, যুবতী যদি ব্যবসা করে উপার্জন করতে চান, সেক্ষত্রে প্রাথমিকভাবে একটি ব্যবসা শুরুর জন্য ঋণ দেবে রাজ্য সরকার। ২০২৩-২৪ আর্থিক বছরে বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য ‘ভবিষ্যৎ’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। প্রকল্প অনুযায়ী, ১৮-৪৫ বছর বয়েসি বেকার যুবক যুবতী এই প্রকল্পের মাধ্যমে ব্যবসা করার জন্য সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। পাশাপাশি ৩১ থেকে ৪৫ বছর বয়েসি ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীরা নিজের ব্যবসা বাড়াতে এই প্রকল্পের আওতায় ‘ঋণের’ জন্য আবেদন করতে পারেন। জানা গিয়েছে, চলতি আর্থিক বর্ষে রাজ্য সরকারের লক্ষ্য মোট ২ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনা। যার জন্য বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Comments are closed.