আরও ছয় মাস রাজ্যের মুখ্যসচিব পদে থাকতে পারবেন হরিকৃষ্ণ দ্বিবেদী। শুক্রবারই তাঁর মেয়াদ বৃদ্ধিতে সম্মতি জানিয়েছে প্রধানমন্ত্রীর অধীনে থাকা কেন্দ্রের কর্মীবর্গ দফতর।
৩০ জুন শুক্রবারই হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির শেষ দিন ছিল। কেন্দ্রের তরফে অনুমোদন না মিললে এদিন বিকেল পাঁচটার মধ্যে পরবর্তী কাউকে ওই পদে নিযুক্ত করতে হত রাজ্যকে। তবে হরিকৃষ্ণ দ্বিবেদী যাতে আরও কিছু দিন মুখ্যসচিব পদে থাকতে পারেন, তার জন্য কর্মীবর্গ দফতরে চিঠি লিখে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সকাল পর্যন্তও সেই আবেদনের কোনও উত্তর না আসায়, প্রশাসনিক মহলে একটি জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষমেশ হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দফতরের সায় মিলেছে।
২০২১-এ বিধানসভা ভোটের পর পরই আলাপন ব্যানার্জির জায়গায় রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হয়ে আসেন হরিকৃষ্ণ দ্বিবেদী। ১৯৮৮ ব্যাচের আইএএস হরিকৃষ্ণ দ্বিবেদী এর আগে রাজ্যের অর্থসচিব, স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বেশ কিছুদিন অতিরিক্ত মুখ্যসচিবও ছিলেন।
Comments are closed.