পদ্মফুল যেন সর্ষে ফুল দেখে ১১ জুলাই; পঞ্চায়েত প্রচারে বেরিয়ে হুঙ্কার অভিষেকের 

দুয়ারে পঞ্চায়েত ভোট। সব দলই কোমর বেঁধে প্রচারে নেমেছে। শাসক বিরোধী বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে শুক্রবার পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে বিজেপিকে ঝাঁঝাল আক্রমণ শানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে অভিষেক ব্যানার্জির হুঙ্কার, পদ্মফুল যেন সর্ষে ফুল দেখে ১১ জুলাই।

কেন্দ্রীয় বঞ্চনা সহ এদিন একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বলেন, বিজেপিকে উৎখাত করতে হবে। যে সরকার বাংলাকে বঞ্চিত করেছে তাদের একটিও ভোট নয়। বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করবে না বাংলার মানুষ। এদিন আসানসোলের বারাবনিতে জনসভা করেন অভিষেক। বলেন, আসানসোলে লোকসভায় বিজেপি প্রথমে জিতেছিল। পরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে জেতে। পঞ্চায়েতে সেই জয় বজায় রাখতে হবে।

একুশের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে এনে অভিষেক ব্যানার্জির কটাক্ষ, বিধানসভায় ৮ দফায় ভোট করেছিল। কোভিডের সময়ে ভোট করেছিল। সেই ৮ দফার জবাব ৮ জুলাই দেওয়া হবে। পদ্মফুল যেন সর্ষে ফুল দেখে ১১ জুলাই।

Comments are closed.