যদি চান আচ্ছে দিন, পদ্মের পাপড়ি ছেঁটে দিন; আলিপুরদুয়ারে গিয়ে ফের হুঙ্কার অভিষেকের 

শুক্রবারের সভা থেকে বলেছিলেন, ১১ জুলাই পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। শনিবার পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এদিন উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা, যদি চান আচ্ছে দিন, পদ্মের পাঁপড়ি ছেঁটে দিন। আলিপুরদুয়ারের জনসভা থেকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান অভিষেক ব্যানার্জি। 

বিজেপি তথা প্রধানমন্ত্রী প্রচারে বার বার উঠে এসেছে ‘আচ্ছে দিন’ শব্দটি। মোদী জামনায় সুশাসন বোঝাতে বিজেপির তরফে প্রচারে বার বার ‘আচ্ছে দিন’ প্রসঙ্গ টেনে আনে। এবার সেই কথার কটাক্ষ করে অভিষেক ব্যানার্জি পাল্টা বলেন, সত্যি সত্যি আচ্ছে দিন আসবে বিজেপির ক্ষমতা খর্ব হলে। তাঁর কথায়, ‘যদি চান আচ্ছে দিন, পদ্মের পাঁপড়ি ছেঁটে দিন’। 

এদিন কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলেন, আলিপুরদুয়ারে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এখানে বিধানসভা ভোটে আসনে হেরে যায় তৃণমূল কংগ্রেস। যদিও এখানের একটি বিধানসভায় লক্ষ্মীর ভান্ডার দিতে খরচ হয় মাসে আট কোটি টাকা। এই জেলায় ৪০ কোটি খরচ হয়। বছরে ৪৮০ কোটি টাকা খরচ হয়। এই সরকার ৯৬০ কোটি টাকা খরচ করেছে। যদিও এই জেলায় আমরা হেরেছি। মোদি বাংলায় হেরে, বাংলার টাকা বন্ধ করে দিয়েছে। আর দিদি আলিপুরদুয়ার হেরে মানুষকে পরিষেবা দিচ্ছে। 

Comments are closed.