উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। হাতে ও কোমরে চোট পান তৃণমূল নেত্রী। তারপর থেকে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাড়িতে থাকাকালীনই এবার পঞ্চায়েত প্রচার শুরু করে দিলেন তৃণমূলনেত্রী। সোমবার বীরভূমে সভা করবেন তিনি। যদিও সশরীরে উপস্থিত থাকতে পারবেন না তিনি। ঘাসফুল শিবির সূত্রের খবর, ভার্চুয়ালি দলীয় কর্মীদের বার্তা দেবেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, শুধু ভার্চুয়ালি নয়, ফোনের মাধ্যমে সভায় বক্তৃতা দিতে পারেন তৃণমূল নেত্রী। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে রয়েছেন। অনুব্রত গ্রেফতার হওয়ার পর তৃণমূল সুপ্রিম নিজে ঘোষণা করেছিলেন, বীরভূম জেলা নিজে দেখবেন। সেই মতো একটি বিশেষ কমিটিও গড়ে দেন তৃণমূল নেত্রী।
এই প্রথম পঞ্চায়েত ভোটে নেই অমুব্রত মণ্ডল। যা নিয়ে রাজনৈতিক মহলেরও নজর রয়েছে বীরভূমের ওপর। এই আবহে পঞ্চায়েত ভোটের আবহে কী বার্তা দেন তৃণমূল নেত্রী এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.