বন্দে ভারতের আদলে এবার বন্দে সাধারণ ট্রেন! টিকিটের দাম কমবে অনেকটাই 

ট্র্যাকে জোর কদমে ছুটতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেনটি। তবে টিকিট মূল্য বেশি হওয়ায় সাধারণ ভারতবাসীর নাগালের বাইরে বন্দে ভারত এক্সপ্রেস। সেই দিক বিবেচনা করেই এবার রেলের নতুন উদ্যোগ বন্দে সাধারণ এক্সপ্রেস। জানা যাচ্ছে, বন্দে ভারতের মতোই আধুনিক হলেও বন্দে সাধারণ ট্রেনের ভাড়া থাকবে সাধ্যের মতো।

রেল সূত্রে খবর, ২৪টি কোচ বিশিষ্ঠ এই ট্রেনটির টিকিট মূল্য বেশ কিছুটা কম হবে। তার কারণে বন্দে ভারতের আদলে ট্রেনটি তৈরি হলেও এটিতে এয়ার কন্ডিশন সিস্টেম থাকছে না। যে কারণে ভাড়া নাগালের মধ্যে থাকবে। তবে বন্দে ভারতের মতো বাদবাকি সমস্ত সুবিধাই থাকবে। বায়ো-ভ্যাকিউম টয়লেট থেকে প্রতিটি সিটের পাশে থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় থাকবে সিসিটিভি ক্যামেরা। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই এতেও থাকবে অটোমেটিক ডোর সিস্টেম। সব মিলিয়ে সাধারণ যাত্রীরাও এই ট্রেনটিতে অনায়াসে চড়তে পারবেন।

রেল সূত্রে আরও খবর, চেন্নাইতে বন্দে সাধারণ তৈরির কাজ হবে। যার জন্য ইতিমধ্যেই ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Comments are closed.