কপ্টারের জরুরি অবতরণে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। বীরভূমে জনসভায় সশরীরে উপস্থিত না থেকে ফোনেই বক্তব্য রেখেছেন তিনি। এবার জানা গেল, তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে। বীরভূমের জনসভায় নিজেই মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন।
তৃণমূল নেত্রীর কথায়, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছি। তবে হাঁটুতে আঘাত লেগেছে। একটা মাইনোর অটি হতে পারে। আট-দশ দিন সময় লাগবে। তারপর বাইরে বের হতে পারব। এসএসকেএম সূত্রেও খবর, মুখ্যমন্ত্রীকে তখনও চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন ভর্তি হয়ে যেতে। তবে মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা করবেন বলে জানান।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রচার শেষে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেবক বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করাতে হয় মুখ্যমন্ত্রীর বিমানকে। সেই সময় কপ্টারের দুলুনিতে এবং কপ্টার থেকে নামার সময় কোমরে, হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী। বিশেষ বিমান করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতায় নেমেই এসএসকেএম যান মুখ্যমন্ত্রী। সেখানেই প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে ফিরে আসেন।
Comments are closed.