ভাড়া কমছে বন্দে ভারত এক্সপ্রেসের! কয়েকটি রুট নিয়ে যা সিদ্ধান্ত নিল রেল

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, কয়েকটি রুটে বন্দে ভারতে এক্সপ্রেসে সেই পরিমাণ যাত্রী হচ্ছে না। কোনও কোনও রুটে মোট আসন সংখ্যার অর্ধেকও ভর্তি হচ্ছে না বলে রেল সূত্রে দাবি। ট্রেন ভর্তি করতে এবার ভাড়া কমানোর পথে হাঁটল রেল।

মূলত স্বল্প দূরত্বের রুট গুলোতে যাত্রী হচ্ছে না বলে রেলের রিপোর্টে উঠে এসেছে। ইনদওর-ভোপাল, ভোপাল-ইনদওর, নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেসের মতো কিছু ট্রেনে বেশিরভাগ সিট খালি থাকছে। যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে রেলকে। রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে।

ভোপাল-ইনদওর বন্দে ভারত এক্সপ্রেসের মাত্র ২৯ শতাংশ যাত্রী হচ্ছে। আবার ফেরার পথে ট্রেনটিতে যাত্রী হচ্ছে ২১ শতাংশ। এই রুটে তিন ঘণ্টার যাত্রাপথে এসি চেয়ার কারের ভাড়া ৯৫০ টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কারের টিকিটের ভাড়া ১৫২৫ টাকা।

নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী হচ্ছে গড়ে ৫৫ শতাংশ। এই রুটে চেয়ার কারের ভাড়া ১০৭৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২০৪৬ টাকা। ভোপাল-জব্বলপুর বন্দে ভারত এক্সপ্রেসের অবস্থাও কিছুটা এই রকম।

রেলের আধিকারিকদের দাবি, অত্যাধিক ভাড়া হওয়ার অনেকেই বন্দে ভারতে টিকিট কাটাছেন না। যার ফলে ট্রেন প্রায় ফাঁকাই থাকছে। তাই যাত্রী টানতেই এবার ভাড়া কমানোর কৌশল নিল রেল।

Comments are closed.