হাওড়ার সাঁকরাইলে ১৫টি বুথে জিতেছিল তৃণমূল, ব্যালট লুঠের অভিযোগে প্রতিটিতে আবার ভোটের নির্দেশ কমিশনের 

শনিবার ভোটের দিন বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। ভোট হিংসায় নিহত হয়েছেন ১৭ জন। তবে হাওড়ার গ্রামীণ এলাকায় এদিন মোটামুটি শান্তিতেই মিটেছিল ভোট প্রক্রিয়া। ব্যতিক্রম হাওড়ার সাঁকরাইল। সেখানে ১৫ টি বুথে ব্যালট লুঠের অভিযোগ করেছিল বিরোধীরা। ফল প্রকাশের পর দেখা যায় ১৫টি বুথেই জয়ী হয়েছে তৃণমূল। এবার ওই ১৫টি বুথেই নতুন করে ভোটের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 

কমিশন সূত্রে খবর, মূলত বিডিওর দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই ওই ১৫টি বুথে আবার ভোটের নির্দেশ দিয়েছে কমিশন। যে ১৫টি বুথে আবার ভোট হবে সেগুলো হল, মানিকপুর দর্জিপাড়া প্রাথমিক স্কুলের সতটি বুথ, রশ্মি মণ্ডল শিশু শিক্ষা কেন্দ্রের একটু বুথ এবং সারেঙ্গা হাইস্কুল ও পল্লীশ্রী পাঠাগারের কয়েকটি বুথ। 

নতুন করে ভোটের নির্দেশ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, হাইকোর্টে একের পর এক মামলায় যেভাবে ধাক্কা খাচ্ছে কমিশন, সেই চাপেই এই সিদ্ধান্ত। উল্টে শাসক দল তৃণমূলের পাল্টা জবাব, রাজ্য নির্বাচন কমিশন যে নিরপেক্ষভাবে কাজ করছে, এই নির্দেশ তারই প্রমাণ। 

Comments are closed.