মাঝে আর কয়েকটি দিন। তারপরেই রাজ্যের শাসক দল তৃণমূলের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ। তারই আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেল শুক্রবার। শুক্রবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে খুঁটি পুজো করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিন নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
সুব্রত বক্সি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি জয়প্রকাস মজুমদার, যুব সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং উত্তর কলকাতার মহিলা সভানেত্রী শ্রেয়া পাণ্ডে।
এদিন সুব্রত বক্সি বলেন, খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেল। এই মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি আগামী লড়াইয়ের দিক নির্দেশ দেবেন। সব জেলাতেই অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত হবেন। আমরা দিনটির জন্য মুখিয়ে রয়েছি।
পঞ্চায়েত ভোটে ব্যাপক সাফল্য মিলেছে ঘাসফুল শিবিরের। প্রায় ৫১ শতাংশ ভোট পেয়েছে রাজ্যের শাসক দল। তবে ভোটের অশান্তিতে একাধিক তৃণমূল কর্মীরও প্রাণ গিয়েছে। জানা গিয়েছে, শহীদ তর্পণ মঞ্চ থেকে ভোট হিংসায় নিহত কর্মীদেরও বিশেষ শ্রদ্ধা জানাবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.