ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী; লিঁজিয় অফ অনার পেলেন মোদি 

দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিঁজিয় অফ অনার সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর মোদিকে সে দেশের সর্বোচ্চ সম্মান দিয়ে সম্মানিত করেন। এর আগে ভারতের কোনও প্রধানমন্ত্রী এই সম্মান পাননি। প্রধানমন্ত্রী হিসেবে নিরেন্দ্র মোদিই প্রথম ব্যক্তি। 

ফ্রান্সের Elysee Palace এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এই প্রসাদেই প্রধানমন্ত্রীর সম্মানে একটি ডিনার পার্টি রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। 

এদিন ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মান প্রদানের কথা জানিয়ে বিদেশ মন্ত্রকের তরফেও ট্যুইট করা হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে বিশ্বের মাত্র কয়েকজন রাষ্ট্রনেতাই এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তালিকায় রয়েছেন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, কিং চার্লস প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্য়াঙ্গেলা মের্কেল প্রমুখ। 

গত বৃহস্পতিবার দু’দিনের ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান বন্দরে মোদিকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। 

Comments are closed.