৬ হাজার বুথে আবার ভোটের দাবি জানিয়েছিল বিজেপি; তালিকা পাঠিয়ে জেলা শাসকদের কাছে রিপোর্ট চাইল কমিশন 

মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোট গণনার দিন পর্যন্ত রাজ্যে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। ভোটের দিনই বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে শাসকদের কর্মীর সংখ্যা বেশি ছিল বলে তৃণমূলের দাবি। ভোটে অশান্তির জেরে ১০ তারিখ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন করেছে নির্বাচন কমিশন। যদিও রাজ্যের বিরোধী দল বিজেপির দাবি, তারা ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল নির্বাচন কমিশন তা শোনেন।

এবার সেই ৬ হাজার বুথের তালিকা সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ওই ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, সে সম্পর্কে জেলা শাসকদের বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই একাধিকবার হাইকোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই অবস্থায় সোমবার হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, শুনানির আগে হাইকোর্টে সবরকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। যে কারণেই জেলা শাসকদের কাছে এ ধরণের রিপোর্ট তলব করা হয়েছে।

Comments are closed.