বেঙ্গালুরু রওনা দিলেন মমতা ব্যানার্জি; সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি 

বিজেপি বিরোধী জোটের বৈঠক বসছে বেঙ্গালুরুতে। তাতেই যোগ দিতে সোমবার বেঙ্গালুরুর পথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে রয়েছেন, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সোমবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তাঁরা।

তৃণমূল নেত্রীর প্রস্তাব মতো ২৩ জুন বিরোধীদের একটি বৈঠক বসেছিল পাটনায়। সেই বৈঠকে যোগ দিয়েছিল ১৫ টি বিরোধী দল। জানা গিয়েছে, বেঙ্গালুরুর বৈঠকে ২৬টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, মূল বৈঠকটি রয়েছে মঙ্গলবার। তার আগে সোমবারও একটি আলোচনা করতে পারেন বিরোধী দলগুলোর নেতা নেত্রীরা। এদিন রাতে একটি নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে ঘাসফুল শিবির সূত্রে খবর, ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভবনা কম। পায়ের চোটের জন্য ডাক্তাররা তাঁকে বেশি হাঁটাচলা না করার পরামর্শ দিয়েছে। সে কারণেই তিনি নৈশভোজে থাকতে পারবেন না বলে খবর। তবে তৃণমূলের প্রতিনিধি হিসেবে অভিষেক ব্যানার্জি এবং ডেরেক ও’ব্রায়ান ওই নৈশভোজে থাকতে পারেন বলে জানা গিয়েছে।

Comments are closed.