রাজ্যের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহি করতে বিশেষ উদ্যোগ নিল মমতা ব্যানার্জির সরকার। রাজ্য সকারের উদ্যোগে যে ক্রীড়া উৎসবগুলো অনুষ্ঠিত হয়, তাতে সফল হলেই একটি করে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেবে নবান্ন। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর।
রাজ্যের প্রতিটি প্রান্তেরর বিশেষ করে গ্রাম গঞ্জের তরুণ প্রজন্ম যাতে খেলাধুলায় বাড়তি উৎসাহী পায়, তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে বর্তমান রাজ্য সরকার। মমত ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। উল্লেখযোগ্য কতগুলো নাম হল, জঙ্গলমহল কাপ, হিমালয় তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সুন্দরবন কাপ, কোচবিহার কাপ, প্রভৃতি।
রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারের আয়োজিত এই পর্যায়ের কোনও টুর্নামেন্ট-এ সফল প্রতিযোগীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য।
অনেকের মতে, রাজ্যের এই পদক্ষেপের জেরে গ্রাম গঞ্জের তরুণ প্রজন্ম যেমন খেলাধুলায় উৎসাহ পাবে একই সঙ্গে তাদের একটি কাজের ক্ষেত্রও তৈরি হবে। ক্রীড়া মহলের একাংশ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে প্রশংসা করেছেন।
Comments are closed.