রাজ্যে ফের বজ্রপাতে বলি; তিন জেলায় মৃত্যু ৬ জনের
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতো মঙ্গলবার বিকেল থেকেই ঝড়-বৃষ্টিতে ভিজল রাজ্য। আর ফের একবার বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটল রাজ্যে। বজ্রপাতের জেরে রাজ্যের তিন জেলা পূর্ব মেদনীপুর, রানাঘাট ও পুরুলিয়ায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার রাজ্যের ১৬ জেলায় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বজ্রাঘাতে হলদিয়ার বড়বাড়ি গ্রামের পিন্টু বেরা ও সমরেশ বেরা নামের ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সুতাহাটার কসবেড়্যা গ্রামের মামণি মালী নামে একজনেরও মৃত্যু হয়েছে। পুরুলিয়ার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, রানাঘাটের অপর্ণা বিশ্বাস নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
Comments are closed.