রাজ্য সরকারের কর্মীদের জন্য সু’খবর। এতদিন পর্যন্ত সবে বরাত এবং করম পুজো সেকশনাল হলিডে ছিল। অর্থাৎ ওই নির্দিষ্ট ধর্মের মানুষই এদিন ছুটি পেত। তবে এবার থেকে এই দু’দিন পূর্ন দিবস ছুটি থাকবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি এদিন বলেন, এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে থাকত। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করার দাবি উঠছিল। এবার থেকে এই দুই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা সমস্ত ধর্মের উৎসব পালন করে থাকি। ইদের ছুটিও সকলে পান। দোলেরও ছুটি পান। আমরা মনে করি সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলন স্থল এই বাংলা। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না।
Comments are closed.