তিন জেলায় ভারী বৃষ্টি,  তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের; আবহাওয়ার পরিবর্তন নিয়ে আর যা জানাল হাওয়া অফিস 

বাংলার ওপর দিয়ে সরে গিয়েছে অতি গভীর নিম্নচাপ। বর্তমানে সেটি উত্তর ছত্রিশগড়ের দিকে অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী শনিবার পর্যন্ত কয়েকটি জেলা বাদ দিয়ে প্রায় সর্বত্রই সামান্য বৃষ্টি হবে। বৃষ্টি কম হওয়ার কারণে তাপমাত্রাও বাড়বে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝড়াগ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।

তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙ, উত্তর দিনাজপুর, মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভবনা তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।  

Comments are closed.