সেই ২০১৪ সালে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চরিয়েছে রাজ্যের শাসক দল। কেন্দ্রের এন আর সি, সিএ থেকে শুরু করে কৃষি বিল সব ক্ষেত্রেই বিধানসভায় বিরুদ্ধ প্রস্তাব এনেছে মমতা ব্যানার্জির সরকার। সম্প্রতি মণিপুর ইস্যুতেও বিধানসভায় বিরোধী প্রস্তাব এনেছে রাজ্য সরকার। সেই সূত্রেই রাজনীতিকদের অনেকের মত কেন্দ্রের অভিন্ন দেওয়ান বিধি বিলেরও বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে পারে তৃণমূল।
বিধানসভার অন্দরেও জল্পনা, বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয়ার্ধে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিরোধী প্রস্তাব আনা হতে পারে। ওই অধিবেশন শুরু হওয়ার কথা ২২ আগস্ট।
বিরোধীদের ধারণা লোকসভা ভোটের আগেই অভিন্ন দেওয়ান বিধি বিল পাস করানোর মরিয়া চেষ্টা করবে মোদী সরকার। আর তেমনটা হলে বিরোধী জোটও সুর চড়াবে এটা নিশ্চিত। সেই জোটের অন্যতম শরিক হিসেবে তৃণমূল যে সব রকম ভাবেই তার বিরোধিতা করবে তা এক প্রকার স্পষ্ট। সেই বিরোধিতার অঙ্গ হিসেবেই বিধানসভায় প্রস্তাব পাস হতে পারে।
Comments are closed.