নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে আর থাকতে পারবেন না প্রধান বিচারপতি! নতুন বিল আনছে কেন্দ্র 

দেশের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে আর থাকবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কেন্দ্র এমনটাই প্রস্তাব করে নতুন বিল আনতে চলেছে। বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি উত্থাপিত হতে পারে। বিলটি পাস হলে দেশেই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় আর প্রধান বিচারপতির কোনও ভূমিকা থাকবে না। ২০২৪ লোকসভা ভোটের আগেই মোদী সরকার বিলটি পাস করতে উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।

চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন্স অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস) বিল ২০২৩ বিলটিতে কেন্দ্রের তরফে প্রস্তাব করা হয়েছে যে,

দেশের মুখ্য নির্বাচন কমিশনার  নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত একজন মন্ত্রী। এই কমিটির বৈঠকের আহবায়ক থাকবেন প্রধানমন্ত্রীই। বৈঠকে নাম চূড়ান্ত হয়ে সেটি যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতিই নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। 

তাৎপর্যপূর্ণ বিষয়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে চলতি বছরই একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। তাতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন কমিটিতে। তাঁদের সুপারিশ মেনে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। রাজনীতিকদের একাংশের দাবি, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ নাকচ করতেই নতুন এই বিল আনার ভাবনা কেন্দ্রের।

Comments are closed.