ভোর ভোর পৌঁছে যাওয়া যাবে দীঘা, রাতে থাকছে বিশেষ ট্রেন! জানুন বিস্তারিত 

দু এক দিনের ছুটি মানেই বাঙালির প্রিয় বেড়ানোর জায়গা দীঘা। সপ্তাহান্তে অবসর যাপনের এক আদর্শ ঠিকানা। তাই প্রায় সারা বছরই দীঘা যাওয়ার জন্য ভিড় লেগেই থাকে। যে কারণে ট্রেনে টিকিট পেতেও বিস্তর ঝক্কি পোয়াতে হয়। এতদিন দীঘা যাওয়ার ট্রেন ভোর বেলা বা সকাল বেলাই ছিল। তবে এবার রাতেও মিলবে দীঘার ট্রেন। যদিও এখন তা শুধু পরীক্ষামূলক ভাবে চালানো হবে।

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের টানা ছুটিতে দীঘায় ভিড়ও হবে মাত্রাতিরিক্ত। যে ট্রেনগুলো চালু রয়েছে সেখানে জায়গা পাওয়া দুষ্কর। তাই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শনিবার এবং রবিবার দীঘার যাওয়ার জন্য রাতে বিশেষ ট্রেন ছাড়বে। ভোরের সূর্য ওঠার আগেই পর্যটকরা পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে।

শনি এবং রবিবার সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে রাত ১১.৪৫ বিশেষ ট্রেন ছাড়বে। ট্রেনটি ভোর তিনটেয় দীঘায় পৌঁছে যাবে। যাত্রীর ভিড় দেখে পরবর্তীকালে এই ট্রেন নিয়মিত করার ভাবনা রয়েছে রেলের।

Comments are closed.