আগামী ৫ বছরে বিশ্ব অর্থনীতিতে ভারত থাকবে তৃতীয় স্থানে; লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর 

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তৃতা রাখতে গিয়ে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করলেন আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতিতে ভারত তৃতীয় স্থানে থাকবে। সেই সঙ্গে এদিন বিরোধী জোট ইন্ডিয়াকেও একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী।

লালকেল্লা থেকে বক্তৃতায় এদিন তিনি বলেন, ২০১৪ সালে আমাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন বিশ্ব অর্থনীতিতে ভারত দশ নম্বরের ছিল। বর্তমানে ১৪০ কোটি দেশবাসীর যৌথ উদ্যোগে অর্থনীতির নিরিখে আমরা আজ বিশ্বে পঞ্চম। ডিজিটাল প্রযুক্তিতেও এগোচ্ছে ভারত। আগামী পাঁচ বছরে ভারত তৃতীয় স্থানে থাকবে। বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রীর কটাক্ষ, এতদিন দেশকে দুর্নীতির রাক্ষস আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছিল। আমরা সেই ছিদ্র বন্ধ করেছি।

এদিন বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সংস্কার চেয়েছিলাম। কিন্তু তা চেয়ে আমায় বিরোধিতার মুখে পড়তে হয়েছে। জনতা সরকার গঠন করেছে, আমি সংস্কার করেছি।

Comments are closed.