সাইবার ক্রাইম রুখতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য, তৈরি করা হচ্ছে বিশেষ বিভাগ; দায়িত্বে দুঁদে পুলিশ কর্তা
প্রযুক্তির আশীর্বাদে আমাদের জীবন যাপন পাল্টে গিয়েছে। একই ভাবে আবার প্রযুক্তি আশীর্বাদের সঙ্গে বয়ে এনেছে অভিশাপও। অজানা লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্ক একাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। মুহূর্তে নিজেদের ব্যক্তিগত যা কিছু জনসমক্ষে চলে আসছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমও। এবার সেই সাইবার ক্রাইম রুখতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, কলকাতা পুলিশের ধাঁচেই রাজ্য পুলিশও এবার বিশেষ সাইবার ক্রমন উইং তৈরি করছে। শুধু মাত্র সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধগুলোরই তদন্ত করবে এই শাখা। জানা গিয়েছে, এডিজি পদমর্যাদার আইপিএস অফিসার হরিকিশোর কসুমাকারকে এই বিশেষ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব জেলাতে একটি করে সাইবার ক্রাইম বিভাগের শাখা থাকবে। স্থানীয় থানা সহ জেলা ও পুলিশের বিভিন্ন বিভাগের সঙ্গে সম্বনয় রেখে কাজ করবে নতুন এই বিভাগ।
আরও জানা গিয়েছে, নিউটাউনে সাইবার উইং শাখার প্রধান কার্যালয় গড়ে উঠবে। রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ থেকে প্রযুক্তিতে দক্ষ অফিসারদের এই বিভাগে আনা হবে। সেই সঙ্গে কলকাতা পুলিশের মতোই রাজ্য পুলিশের সাইবার ইউং শাখাও একটি হেল্প লাইন চালু করবে।
Comments are closed.