লক্ষ্য শিল্পে উন্নয়ন; রাজ্যকে ২৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাঙ্ক 

রাজ্যে শিল্পের পরিবেশ রয়েছে, যাতে পরিকাঠামো গড়ে ওঠে সে কারণে এবার রাজ্যকে এবার ২৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক। নবান্ন সূত্রে খবর, পুজোর পর রাজ্যে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগেই বিশ্বব্যাঙ্ক রাজ্যকে এই ঋণ দেবে বলে খবর। জানা গিয়েছে, শুক্রবারই বিশ্বব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

প্রশাসনিক সূত্রে খবর, এবারের বাণিজ্য সম্মেলনে রাজ্যের ক্ষুদ্র শিল্পের যে বিপুল সম্ভাবনা রয়েছে মূলত সে দিকেই জোর দেওয়া হবে। বিশ্বব্যাঙ্কের এই টাকা মূলত শিল্পের পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে। শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে এমন জায়গাগুলোতে রাস্তা তৈরি। রেলপথ, জলপথের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেতে উন্নত পরিকাঠামো নির্মাণ। সেই সঙ্গে প্রযুক্তি নির্ভর শিল্পের জন্য প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাণিজ্য সম্মেলনের আগে বিশ্বব্যাঙ্কের এই ঋণ রাজ্যের শিল্প উন্নয়নকে ত্বরান্বিত করবে বলেই আশা করছে প্রশাসনিক মহল।

Comments are closed.