ধুপগুড়ি উপনির্বাচন: তারকা প্রচারকের তালিকায় মমতা -অভিষেক

ধুপগুড়ির উপনির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর। তারাই এবার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। শুক্রবার দলের তরফে ভোট প্রচারে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল ঘাসফুল শিবির। সেই তালিকায় দলের সুপ্রিম মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ ৩৫ জনের নাম রয়েছে।

শুক্রবার তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়াও তালিকায় রয়েছেন, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ ব্যানার্জি, ব্রাত্য বসুর মতো শীর্ষ স্থানীয় নেতৃত্ব। এছাড়াও তালিকায় রয়েছেন, দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সোহম চক্রবর্তীর মতো এক ঝাঁক তারকা সাংসদ, বিধায়ক।

উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে অধ্যাপক নির্মলচন্দ্র রায়কে। ওপর দিকে বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা হামলায় শহীদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। বাম-কংগ্রেস জোটও প্রার্থী দিয়েছে উপনির্বাচনে। কংগ্রেসের সমর্থনে সিপিএমের প্রার্থী হয়েছেন, ঈশ্বরচন্দ্র রায়।

Comments are closed.