দেশে ফিরেই সক্রিয় অভিষেক; চলতি মাসেই যোগ দেবেন একগুচ্ছ কর্মসূচিতে

চোখের চিকিৎসা করিয়ে সদ্য বিদেশ থেকে ফিরেছেন অভিষেক ব্যানার্জি। দেশে ফিরেই ফের কোমর বেঁধে নামছেন রাজনৈতিক কর্মসূচিতে। জানা গিয়েছে, চলতি মাসেই ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের।

ঘাসফুল শিবির সূত্রে খবর, আগামী ২৮ আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। সেই অনুষ্ঠানে থাকবেন অভিষেক ব্যানার্জি। ওই একই অনুষ্ঠানে বক্তার তালিকায় থাকছেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জিও। এরপর ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক রয়েছে। আগের দুটি বৈঠকের মতো এই বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জি উপস্থিত থাকবেন।

ধূপগুড়িতে উপনির্বাচন রয়েছে। ঘাসফুল শিবির সূত্রে খবর, ইন্ডিয়া জোটের বৈঠক থেকে ফিরেই অভিষেক ব্যানার্জি সোজা পৌঁছে যাবেন ধূপগুড়ি। সেখানে শেষবেলায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন তৃণমূলের প্রধান সেনাপতি।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে চোখের চিকিৎসার জন্য বিদেশে যান অভিষেক ব্যানার্জি। গত রবিবারই তিনি কলকাতায় ফিরেছেন। তারপর থেকেই সক্রিয় তৃণমূল সাংসদ।

Comments are closed.