২০৪৭’র মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত; জি-২০ মঞ্চে ঘোষণা মোদীর 

বিশ্ব জুড়ে আর্থিক মন্দ চললেও ভারত দ্রুত গতিতে উন্নত করছে। অন্যান্য দেশের উচিত ভারতে বিনিয়োগ করা। জি-২০ মঞ্চে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এদিন তিনি বলেন, ভারত যে ভাবে উন্নত করছে তাতে করে ২০৪৭-এর মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত।

আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। যার নেতৃত্ব দিচ্ছে ভারত। এই আবহে এদিন জোহানেসবার্গ থেকে ভারচুয়ালি জি-২০-র মঞ্চে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর বক্তব্যে দেশের উন্নয়নের বার্তা যেমন দিয়েছেন, একই ভাবে বিশ্বের বাকি দেশগুলোকেও ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কথায়, গত কয়েক বছরে ভারত অর্থনীতিতে প্রভুত উন্নতি করেছে, আগামিদিনেও দ্রুত উন্নতি করবে। ফলে বিনিয়োগের আদর্শ স্থান আমাদের দেশ।

দেশের উন্নয়নে উচ্ছ্বস প্রকাশ করে এদিন প্রধানমন্ত্রী ফের একবার বলেন, ভারত স্থিতিশীল দেশ। আমরা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ভারতকে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করার শপথ নিয়েছি।

Comments are closed.