শুক্রবার হাওড়া থেকে হাওড়া-এনজিপি বন্দে ভারত ছাড়েনি। তার বদলে যুবা এক্সপ্রেসে চড়তে হয় যাত্রীদের। যা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। বন্দে ভারতের টিকিট কেটে কেন সাধারণ ট্রেনে চড়তে হল তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও পূর্ব রেল কর্তৃপক্ষ দাবি করেছে, বন্দে ভারত এক্সপ্রেসের রেকে যে সমস্যা হয়েছে, তাতে করে ট্রেন চালানো যেত না। তবে পূর্ব রেল এও জানায়, দ্রুত যাতে ট্রেন মেরামত করা যায় তার জন্য বিমানে করে যন্ত্রাংশ আনা হচ্ছে।
শুক্রবার হাওড়া স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন, যান্ত্রিক সমস্যার কারণে হাওড়া-বন্দে ভারত এক্সপ্রেস এনজিপির উদ্দেশ্যে রওনা দিচ্ছে না। বন্দে ভারতের বদলে হাওড়া থেকে যুবা এক্সপ্রেস ছাড়ে। বন্দে ভারতে এদিন মালদহ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনিও যুবা এক্সপ্রেসে চড়ে মালদহ যান। এদিন অনেক যাত্রীই ছিলেন যাঁরা প্রথমবারের জন্য বন্দে ভারতে চড়তেন। তাঁরাও এদিন ক্ষোভ উগড়ে দেন। এ অবস্থায় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের মধ্যে মেরামতি করা সম্ভব হলে শনিবার হাওড়া থেকে এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে।
Comments are closed.