বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে এবার প্রযুক্তির সাহায্য নেওয়ার ভাবনা যাদবপুর কর্তৃপক্ষের। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন, যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। তাঁর কথায়, ক্যাম্পাসে মাদক সেবন রুখতে প্রযুক্তির সাহায্য নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটা আইনের মধ্যে থেকেই করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিমানবন্দরে বা বিভিন্ন অফিসে মাদক চিহ্নিতকরণের জন্য যন্ত্র বসানো থাকে। সেই যন্ত্রে যে কোনও মাদক ধরা পড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্ৰবেশশদ্বারগুলোতেও তেমনই যন্ত্র বসানো হবে। কোনও ছাত্রছাত্রী বা অন্য কেউ মাদক নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেই তা যন্ত্রে ধরা পড়বে। এভাবে ক্যাম্পাস মাদক মুক্ত থাকবে বলে দাবি করেছেন উপাচার্য।
প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই ছাত্র নিরাপত্তার কারণে বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানোর দাবি উঠেছে। সিসিটিভি বসানো শুরুও হয়েছে। জানা গিয়েছে, হস্টেল এবং ক্যাম্পাস মিলিয়ে আপাতত মোট ১০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে ২৬টি সিসি ক্যামেরা বসানো হবে। সব মিলিয়ে যাদবপুর নিয়ে একগুচ্ছ পরিকল্পনা কর্তৃপক্ষের।
Comments are closed.