তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চ থেকে এবার বিজেপি সহ বাকি বিরোধীদের একহাত নিলেন অভিষেক ব্যানার্জি। কয়েক দিন আগে চোখের চিকিৎসায় আমেরিকা গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সেই সময় বিরোধীদের তরফে কটাক্ষ করা হয়েছিল, দেশ ছেড়ে পালিয়েছেন অভিষেক ব্যানার্জি। এবার তারই পাল্টা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে নিশানা করে অভিষেকের পাল্টা হুঁশিয়ারি, আমার পদবী মোদি, চোকসি বা মালিয়া নয়। আমার পদবী ব্যানার্জি। মাথা তুলে লড়াই করতে জানি।
বিরোধীদের পাশাপাশি ভুল খবর ছড়ানোর অভিযোগ এনে এদিন সংবাদমাধ্যমের একাংশকেও তুলধনা করেছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি আক্রমণ শানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। অভিষেক ব্যানার্জি দেশে ফেরার পরেই ইডি বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। পাল্টা ইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিষেক ব্যানার্জি। বলেন, আমি ফেরার পরই ইডি অতি তৎপর হয়েছে। অফিসে তল্লাশির সময় ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়ে এসেছে। ৭ দিন পর যদি সিবিআই আবার তল্লাশি চালাত, এই ফাইল উদ্ধার হত। তখন বলা হত, অভিষেকের অফিস থেকে কলেজের তালিকা উদ্ধার হয়েছে।
Comments are closed.