চন্দ্রযান মিশনে যুক্ত বাংলার বিজ্ঞানীদের বিশেষ সম্মান জানাবে রাজ্য সরকার; ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৩ আগস্ট চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান ৩। পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণপ্রান্ত ছুঁয়েছে ভারত। সমগ্র দেশের কাছে গর্বের মুহূর্ত। চন্দ্রযানের সাফল্য নিয়ে আগেই ট্যুইট করে ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এদিন ফের একবার চন্দ্রযানের সাফল্য নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানান, চন্দ্রযান মিশনে পশ্চিমবঙ্গের অনেক বিজ্ঞানী কাজ করেছেন। তাঁদের প্রত্যেককে বিশেষ সম্মান জানাবে রাজ্য সরকার।

ইসরোকে এদিন ফের একবার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইসরোতে যারা কাজ করেছেন, বাংলার ২৮ জন রয়েছেন। আমি নিজে তাঁদের ব্যাক্তিগতভাবে চিঠি দিয়েছি। তাঁরা যদি সময় দেন, আমি রাজপথে তাঁদের নিয়ে এসে সম্মান দেব।

এদিন প্রধানমন্ত্রীকে ফের একবার কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর নাম না করে তৃণমূল নেত্রীর খোঁচা, ল্যান্ডিং লোকে দেখতে চায়। দেখতে দিল না। সঙ্গে সঙ্গে একজনের মুখ ভেসে এল। ভাল করে দেখতেই দিল না। আমি দেখব বলে বসেছিলাম। সেই মুখটা ভেসে এল। আমি টিভি বন্ধ করে দিলাম।

Comments are closed.