দেশের যাতে সবথেকে ভালো হয়, তার জন্যই লড়াই করবে ‘ইন্ডিয়া’; বিরোধী জোটের বৈঠকে ঢোকার আগে বললেন মুখ্যমন্ত্রী
ভারতের সব থেকে যাতে ভালো হয়, তার জন্যই লড়াই করবে ‘ইন্ডিয়া’। শুক্রবার মুম্বাইয়ে বিরোধী জোটের বৈঠকে ঢোকার আগে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের যাতে সবথেকে ভালো হয়, তার জন্যই আমরা লড়াই করছি। মন্তব্য করেই এদিন বৈঠক স্থলে ঢুকে যান মমতা ব্যানার্জি।
বিরোধী জোটের তৃতীয় বৈঠক বসেছে মুম্বাইয়ে। একটি হোটেলে এই বৈঠক বসেছে। জানা গিয়েছে, ২৮টি বিরোধী দলের প্রতিনিধিরা এদিনের বৈঠকে এসেছেন।
শুক্রবারের বৈঠকের আগে বিরোধী দলের প্রতিনিধিরা বৃহস্পতিবার একটি নৈশভোজে মিলিত হয়ে ছিলেন। সূত্রের খবর, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিস কুমার মিলিত ভাবে নূন্যতম কর্মসূচি এবং রাজ্যে রাজ্যে আসন বন্টন নিয়ে দ্রুত সিদ্ধান্তের প্রস্তাব দিয়েছেন। একই ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও রাজ্যগুলোতে দ্রুত আসন বন্টন নিয়ে সিদ্ধান্তের আর্জি জানিয়েছেন।
জানা গিয়েছে এদিনের বৈঠকে বিরোধী জোটের লোগো, মুখপাত্রদের একটি কমিটি সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠক শেষে বিরোধী জোটের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হয় এখন সেটাই দেখার।
Comments are closed.