পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুক, এখানেই কাজ করুক। তাঁদের রাজ্যেই কাজে লাগানো হোক। সোমবার রিয়েল এস্টেট কনভেনশনে যোগ দিয়ে ব্যবসায়ীদের কাছে এমনটাই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার, ধনধান্যে অডিটোরিয়ামে চলতি বছরের রিয়েল এস্টেট কনভেনশনে যোগ যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেই অনুষ্ঠানেই উপস্থিত শিল্পতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাদপুরের ছেয়েমেয়েরা দারুণ কাজ করে। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। তাঁরা টাকা হয়তো বেশি পায়। কিন্তু অন্য জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী, দক্ষ শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি। আপনারা যদি সেটা কাজে লাগান।
সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, রিয়েল এস্টেট ব্যবসায় রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। এদিন তিনি দাবি করেন, আমরা তিনটি অর্থনৈতিক করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে। কিছু মহল থেকে সারাক্ষণ বলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এধরনের মিথ্যা প্রচার করে থাকে।
একই সঙ্গে অসাধু প্রমোটারদের বিরুদ্ধে যে রাজ্য কড়া পদক্ষেপ করছে এদিন তিনি তাও জানিয়ে দেন। যে সমস্ত প্রমোটাররা টাকা নিয়েও ফ্ল্যাট দেয় না, এরকম অভিযোগ পেলে রিয়েল এস্টেট ব্যবসায়ী সংগঠনকেও অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.