ঘূর্ণাবর্ত সঙ্গে নিম্নচাপ, বুধবার পর্যন্ত লাগাতার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে 

লম্বা বিরতির পর রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে তাপমাত্রাও খানিকটা নেমেছে। অদ্রতাজনিত অস্বস্তি থেকেও কিছুটা স্বস্তি মিলেছে। এবার বৃষ্টি নিয়ে বড়সড় খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কার্যত লাগাতার বৃষ্টি হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি রাজ্যে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবেই আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলোতে। পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে। 

Comments are closed.