সাধারণ মানুষের পরিষেবায় আরও জোর, সরকারি হাসপাতালে চিকিৎসকদের একগুচ্ছ নির্দেশ দিল স্বাস্থ্য ভবন 

ক্ষমতায় এসেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য একগুচ্ছ পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বাস্থ্য সাধী কার্ড থেকে শুরু করে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়ন। স্বাস্থ্যক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য। যদিও তার পরেও সরকারি হাসপাতালগুলো নিয়ে সাধারণ মানুষের বেশ কিছু অভাব অভিযোগ থেকেই গিয়েছে। রাজ্যের সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালগুলো থেকে পর্যাপ্ত পরিষেবা পায়, এবার তা নিশ্চিত করতেই চিকিৎসকদের একগুচ্ছ নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সারাদিন আউটডোরে যত রুগী দেখা প্রয়োজন তার থেকে কম রুগী দেখছেন চিকিৎসকরা, অপারেশনও কম হচ্ছে হাসপাতালগুলোতে। এরকম বেশ কয়েকটি অভিযোগও জমা পড়ছিল। একজন চিকিৎসক প্রতি মাসে কতজন রুগী দেখবেন, একজন সার্জেন নূন্যতম কতগুলো অপারেশন করবেন, এবার সেই সংখ্যা বেঁধে দিল রাজ্য সরকার।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে কিছু নির্দেশ পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের আরও সক্রিয় হতে হবে। সেই নির্দেশিকায় সাফ বলা হয়েছে, একজন চিকিৎসককে আউটডোরে প্রতিমাসে অন্তত ১৯৫০টি করে রোগী দেখতেই হবে। সেই সঙ্গে একজন সার্জেনকে সপ্তাহে কমপক্ষে সাতটি বড় অপারেশন করতে হবে।

Comments are closed.