খাতায় কলমে বর্ষা চললেও বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। পুজোর আগেই যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পেয়ে যান, তার জন্য উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কৃষি দফতর। কৃষি দফতরের কাছ থেকে জানা গিয়েছে, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে রাজ্যের প্রায় ২ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা যায়নি। যার জেরে অসংখ্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার তাদের পাশে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার। একই সঙ্গে ধানের জন্য বীমা করার সময়সীমাও বাড়ানো হয়েছে। ৩১ আগস্ট ছিল বীমা করানোর শেষ তারিখ, যা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে।
কৃষি দফতরের তথ্য বলছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি কম হলেও ধান চাষে সমস্যা হয়নি। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নাদিয়া, মালদহ, পশ্চিম মেদনীপুরের কৃষকরা সমস্যায় পড়েছেন। বৃষ্টির ঘাটতির কারণে এবারে আর খারিফ মরশুমে ধান চাষ সম্ভব হয়নি। কৃষি দফতর সূত্রে খবর, অক্টোবরেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
Comments are closed.