পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মাঝে মধ্যেই দু’এক পসলা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
হাওয়া অফিসের তরফে শেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। যদিও টানা বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এবং ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বেশি থাকবে।
আগামী দিনে দুয়েক কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে দু’এক পশলা বৃষ্টি হবে। বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments are closed.