উত্তরবঙ্গে এটা বড় জয়; ধূপগুড়ি ‘পুনরুদ্ধারের’ পর বললেন তৃণমূলনেত্রী 

ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই আসনটিতে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী। শুক্রবার হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে ঘাসফুল শিবির। জয়ের জন্য ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে এদিন তিনি বলেন, উত্তরবঙ্গে তৃণমূলের এটি বড় জয়।

দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধূপগুড়িবাসীকে ধন্যবাদ। বিজেপির নেতা-মন্ত্রীরা একমাস ধরে পড়েছিল। একটা হোটেলও ফাঁকা ছিল না। আমি মনে করি উত্তরবঙ্গে এটা বড় জয়। শুধু তাই নয়, এই জয়কে বাংলার মানুষের জয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, গতকালই ‘বাংলা দিবস’ প্রস্তাব পাশ হয়েছে। বাংলার মাটি, বাংলার জলের জয়। এভাবেই আস্তে আস্তে মানুষ সিদ্ধান্ত নিক এটাই চাই। এটা ঐতিহাসিক নির্বাচন।

গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। ওই লোকসভার অন্তর্গত সাতটি বিধাসভার মধ্যে একটি ছিল ধূপগুড়ি। একুশের বিধানসভা ভোটেও দেখা যায় ধূপগুড়ি আসনে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের প্রার্থী। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে ওই আসনে ফের একবার উপনির্বাচন করার প্রয়োজন পড়ে। যেখানে জয়ী হয় তৃণমূল।

Comments are closed.