পাঁচ বছর গ্রামে শিক্ষকতা বাধ্যতামূলক; নয়া শিক্ষানীতি প্রকাশ করে জানাল রাজ্য 

শিক্ষানীতিতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বদল আনল রাজ্য সরকার। শনিবার শিক্ষা দফতরের তরফে নয়া শিক্ষানীতি দফতরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নতুন শিক্ষানীতি অনুযায়ী, শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনেও ব্যাপক বদল আসছে। জানা গিয়েছে, এ বার থেকে শিক্ষক-শিক্ষিকাদের চাকরিজীবনের মধ্যে অত্যন্ত পাঁচ বছর গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে হবে। সেই সঙ্গে নতুন নীতিতে পরীক্ষা পদ্ধতিতেও ব্যাপক বদল আনা হচ্ছে।

পূর্ব ঘোষণা মতোই শিক্ষায় ত্রি ভাষা নীতি অর্থাৎ তিনটি ভাষা ক্লাস এইট পর্যন্ত পড়ানোর সিদ্ধান্ত কার্যকর করছে রাজ্য। সেই সঙ্গে মাতৃ ভাষায় শিক্ষাদানের ব্যাপারেও বিশেষ জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ১৭৮ পাতার এই শিক্ষা নীতি।

উল্লেখ্য, অনেক শিক্ষক শিক্ষিকাই চাকরি পাওয়ার পরে দূরের স্কুল থেকে ট্রান্সফার নিয়ে কলকাতা বা আশেপাশের স্কুলগুলোতে চলে আসেন। যার ফলে, গ্রামের একাধিক স্কুলে ছাত্র থাকলেও পর্যাপ্ত শিক্ষক থাকছে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে এই সমস্যা অনেকটা মিটবে বলেই মনে করা হচ্ছে।

Comments are closed.